আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দর্শনা থানার সড়াবাড়িয়ায় সড়কে গাছ ফেলে ১৫ লক্ষাধিক টাকা ডাকাতি

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা থানার সড়াবাড়িয়ায় সড়কে গাছ ফেলে বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল যাত্রীদের কাছ থেকে ১৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

দর্শনা থানার ওসি লুৎফুল কবির জানান, রাত সাড়ে ৮টার দিকে গড়াইটুপি-সরাবাড়িয়া সড়কে সরাবাড়িয়া গ্রামের কাছে রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে রাখে দুর্বৃত্তরা। তারা ওই পথে যাতায়াতকারি প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় এসে কেউ কোনো অভিযোগ দেয়নি। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ দুর্বৃত্তদের আটক করার জন্য অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :