আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতের বজ্রপাতে ১০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের বিহার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। সরকারি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ছে।

বিহার রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী বলছে, শনিবার সারান জেলায় বজ্রপাতে ছয় জনের প্রাণহানি ঘটেছে। সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলায় একজন করে মারা গেছে।
গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রপাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিলিমিটার। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিলিমিটার।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিহারে আপাতত বৃষ্টি অব্যাহত থাকবে। কাল সোমবার পর্যন্ত বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :