তানভীর লিটন কুষ্টিয়া।।
কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই পুরুস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান খান,বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সামসুজ্জামান অরুণ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আশিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুর রশীদ।এসময় প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবছর ১৫ টা ক্যাটাগোরিতে উপজেলার বিভিন্ন বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সনদপত্র,নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।।
Leave a Reply