আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভালোবাসা ও আমি

শম্পা ঘোষ ( ভারত )।।

আমি পেরিয়ে এসেছি হৃদয়ের মেঠো পথ,
সহনশীলতায় গ্রহণ করেছি
ঋতু বর্গের চতুষ্কোনীয় ছন্দ,
সিক্ত চতুরতার সমর্পনে
পা ফেলে খুঁজতে চেয়েছি
বালিয়ারি সুদৃশ্য পথ.
লৌকিকতা র মরা কোটাল
সমুদ্র -চাদে র প্রবাহমান
বাষ্পীয় নৈকট্যে যখন
নিদারুন দূরত্ব –
সংগোপনে ভালোবাসা গোপন ব‍্যধি র মতো
লুকিয়ে মনের আনাচে কানাচে আজ
কান্না অভিকর্ষজ প্লাবনে র ভয়ে,
তখনই নিয়মের প্রস্থাবনায়
তোমার অস্তিত্ব এর মোহস্পর্শ এর
আলিঙ্গন ক্ষনে ফিরিয়ে দিলাম
আজ তোমায় আমার সেই
অভিমানী প্রত‍্যাহারে ই.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :