আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় ঈদ উপলক্ষে ট্রাকে উচ্চস্বরে গান-নাচানাচি, অর্ধশত শিশু-কিশোরকে আটক

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।

চুয়াডাঙ্গায় ঈদ উপলক্ষে ট্রাকে করে উচ্চস্বরে গান বাজিয়ে ঘোরাঘুরির সময় প্রায় অর্ধশত শিশু-কিশোরকে থানায় নিয়েছে সদর থানা পুলিশ। সোমবার (১১ জুলাই) দুপুরে ট্রাকসহ তাদের আটকের পর সদর থানায় নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পুলিশ জানিয়েছে, ঈদ উপলক্ষে দামুড়হুদা উপজেলা থেকে ট্রাকে করে প্রায় অর্ধশত শিশু-কিশোর সাউন্ড সিস্টেম বক্সে উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি করতে করতে চুয়াডাঙ্গায় আসছিল। এ সময় সদর থানা পুলিশ তাদের আটক করে। পরে ট্রাক, সাউন্ড বক্সসহ তাদের থানায় নেওয়া হয়।
ওসি মাহবুবুর রহমান বলেন, ছোট ছোট বাচ্চা ট্রাকে করে উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি করে ঘোরাঘুরির সময় তাদের থানায় আনা হয়েছে। যেভাবে গাড়িতে ঝুঁকিপূর্ণভাবে গানের তালে নাচানাচি করছিল, তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। তাদের পরিবারকে খবর দিয়েছি। তাদের জিম্মায় দেওয়া হবে। এ রকম গাড়ি দেখলেই আটক করা হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :