আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কোটচাঁদপুরে আলমসাধুর ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রীর

কোটচাঁদপুর সংবাদদাতা।।

আলমসাধু ড্রাইভারের খাম খেয়ালীতে প্রাণ গেল স্কুল ছাত্রী জান্নাতুলের (৮)। কলা বোঝাই করে বাজার থেকে বের হওয়ার সময় নিয়ন্ত্রন হারায় আলসাধুটি। এর নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে জান্নাতুলের।মঙ্গলবার বিকালে এ ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের সাবদারপুর বাজারে।
প্রত্যক্ষদর্শী মৃতের নানী সাগরি বেগম বলেন, কলা বোঝাই আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সাবদারপুরের বাজারের লক্ষ্মণের মুদি দোকানের পিলার ভেঙ্গে ভিতরে চলে যায়। এ সময় জান্নাতুল ওই দোকানে তার নানার সঙ্গে বাজার করছিল। সে চাপা পড়ে ভাঙ্গা পিলারের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
তবে পথিমধ্যে জান্নাতুলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জেরিন।
এ দিকে ওই ঘটনার পর আলমসাধু ড্রাইভার আলমসাধু ফেলে রেখে পালিয়েছেন।
এ ব্যাপারে কোটচাঁদপুরের সাবদারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ওজিয়ার রহমান জানান, সাবদারপুর বাজারের লক্ষনের মুদি দোকানে কলা বোঝাই আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে ভিতরে চলে যায়। এ সময় দোকানে থাকা জান্নাতুল চাপা পড়ে আলমসাধুর। পরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
এদিকে দুর্ঘটনায় কবলিত আলমসাধুটি ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায়নি। তবে খোঁজ পেয়েছি মালিক পক্ষ উদ্ধার করে নিজ দায়িত্বে রেখেছেন।
জান্নাতুল কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর বাজার পাড়ার মিজানুর রহমান মেয়ে। সে তৃতীয় শ্রনীর পড়েন বলে জানা গেছে।
পরে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক আব্দুল মতিন মৃত দেহের সুরতহাল করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :