আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্ষোভকারীদের দখলে

আন্তর্জাতিক ডেস্ক।।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা। দেশটির গণমাধ্যম কলম্বো পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, কলম্বোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ার আগে বিক্ষোভকারী ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান করছেন। এর আগে তারা ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আনুষ্ঠানিকভাবে সরে না দাঁড়ানো পর্যন্ত তারা বিক্ষোভ থামাবেন না।

এদিকে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজই (বুধবার) তার আনুষ্ঠানিক পদত্যাগের চিঠি দেবেন বলে জানিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

শ্রীলঙ্কায় রিজার্ভ সংকট দেখা দেওয়ার পর জ্বালানি সংকট দেখা দেয়। এ ছাড়া ওষুধসহ বিভিন্ন ধরনের পণ্যের সংকটও দেখা দেয় দেশটিতে। এর জেরে শ্রীলঙ্কাজুড়ে বিক্ষোভ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :