আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চলতি মাসেই পদ্মা সেতুতে শুরু হবে রেলসংযোগ স্থাপনের কাজ

চলতি মাসেই পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, শনিবার সেতু বিভাগের সাথে জরুরি সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে তিনি মুন্সীগঞ্জের মাওয়া ও শ্রীনগর প্রান্তের পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।

২০২৩ সালের জুনের মধ্যে ভাঙ্গা অংশ পর্যন্ত কাজ শেষ করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প অন্যতম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :