কোটচাঁদপুর সংবাদদাতা।।
বন্ধুর দেয়া কমল পানিয় পান করে মোটর সাইকেল খোয়ালেন আরেক বন্ধু মেহেদি হাসান। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলার কাগমারি গ্রামে।
মেহেদি হাসানের চাচা হাসান ইকবল বলেন, বৃহস্পতিবার রাতে মামুন, মেহেদিকে মোবাইলে ডাক দিয়ে স্থানীয় মৎস্য হ্যাচারি অফিসের মধ্যে নিয়ে যান। এরপর পরিকল্পনা অনুযায়ী তাকে কমল পানিয় পান করান।সে অচেতন হয়ে গেলে,তাঁর পালসার মোটর সাইকেলটি নিয়ে যান তারা।
সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মেহেদিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে মেহেদি ওই কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় একটা অভিযোগ করা হয়েছে। মেহেদি কাগমারি গ্রামের রশিদুল ইসলামের ছেলে। আর মামুন ওই গ্রামের আজিবর রহমানের ছেলে।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক সিরাজুল আলম জানান, ওই ঘটনায় একটা অভিযোগ হয়েছে। এটা কোন চুরি বা ছিনতাই না। এটা একটা প্রতারনার ঘটনা। যারা ঘটিয়েছে,তাঁরা তার পরিচিত ছিল। তবে ঘটনা তদন্ত করার পর, মূল তথ্য পাওয়া যাবে।।
Leave a Reply