আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাকচাপায় মারা গেলেন মা, গর্ভ থেকে বেরিয়ে এল ফুটফুটে নবজাতক

অনলাইন ডেস্ক।।

ময়মনসিংহের ত্রিশালে একটি সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে নিহত অন্তঃসত্ত্বা নারীর গর্ভে থাকা আট মাস বয়সী নবজাতক।

শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে পৌর শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন আড়াই বছরের শিশু সন্তান সানজিদা, স্ত্রী রত্না বেগম (২৬) ও স্বামী জাহাঙ্গির আলম (৩৫)। তাদের বাড়ি ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মণি গ্রাম।

জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর আলট্রাসনোগ্রাফি করার জন্য বাড়ি থেকে ত্রিশাল এসেছিলেন জাহাঙ্গির। রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যায়। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছেন গর্ভে থাকা আট মাস বয়সী নবজাতক। ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীর পেট ফেঁড়ে আট মাসের নবজাতক বেরিয়ে আসে। তবে, আশার কথা হলো নবজাতকটি বেঁচে আছে। তাকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহের সিবিএমসিবি হাসপাতালে। বর্তমানে ওই নবজাতককে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত স্বামী-স্ত্রী ও তাদের আড়াই বছরের সন্তান নিয়ে ওই অন্তঃসত্ত্বা নারীর আলট্রাসনোগ্রাফি করাতে এসেছিলেন। রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যায়।

মায়ের গর্ভে থেকে বেরিয়ে আসা নবজাতককে হাসপাতালে ভর্তির তথ্যও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :