আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আরও মিসাইলের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক।।

ইউক্রেনের সামরিক মন্ত্রী ওলেক্সি রেজনিকভ পশ্চিমা দেশগুলির কাছে আরও মিসাইল চেয়েছেন। তার দাবি, নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় ছোঁড়া যায় এমন রকেট ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইউক্রেন এর সাহায্যে রাশিয়াকে চাপে ফেলতে পেরেছে। এমন রকেট আরো প্রয়োজন বলে তিনি জানিয়েছেন।গত জুন মাস থেকে যুক্তরাষ্ট্র আটটি এই জাতীয় এম১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ইউক্রেনকে দিয়েছে। ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই রকেটগুলো।ইউক্রেনের দাবি, ওই রকেটের সাহায্যে রাশিয়ার অন্তত ৩০টি কম্যান্ড পোস্ট এবং অস্ত্রভান্ডার তারা ধ্বংস করতে পেরেছে। এমন আরও ১০০টি রকেট পেলে ‘খেলা ঘুরে যাবে’ বলে দাবি করেছেন তিনি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :