কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপ) ৫৯ জনকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘর ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
সকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে ৩য় পর্যায়ে ২য় ধাপে ৫৯ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন প্রমুখ। কালীগঞ্জে ৫৯ বেঁদে সম্প্রদায়ের মাঝে ঘর ও জমি প্রদান করা হয়েছে। এটিই সবচেয়ে সর্ববৃহৎ বেঁদে পল্লী। উপজেলার জগন্নাথপুর গ্রামে বাওড়ের ধারে বেঁদে সম্প্রদায়ের মানুষের জন্য এ ঘর নির্মাণ করা হয়েছে। ৫৯ পরিবারের প্রায় ৩০০ সদস্য সেখানে বসবাস করবেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে তৃতীয় ধাপের ২য় পর্যায়ে ঘরগুলো প্রদান করা হবে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘরগুলোর চাবি গৃহহীনদের কাছে তুলে দেওয়া হবে। প্রতিটি ঘর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। প্রতিটি ঘরে ২টি কক্ষ, একটি রান্না ঘর ও একটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রয়েছে গভীর নলকূপের ব্যবস্থা। প্রতিটি ঘরে বিদ্যুতের ব্যবস্থাও রাখা হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের উদ্যোগে ৫৯টি পরিবারের শিশুদের জন্য খেলার স্থান করা হয়েছে। সেখানে বিভিন্ন রাইড স্থাপন করা হয়েছে।
বেঁদে পল্লীর ফুলমতি বেগম জানান, তিনি কখনো পাকা ঘরে ঘুমাবেন সেটি ভাবতে পারেননি। নতুন ঘর ও জমি পেয়ে তিনি খুব খুশি। প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, উপজেলার জগন্নাথপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত বাংলাদেশের সর্ববৃহৎ বেঁদে পল্লী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য দৃষ্টান্ত। নৌকায় ভেসে যাদের জীবন কাটতো তাদেরকে সমাজের মূল ধারায় আনতে এ উদ্যোগ। ৫৯টি বেঁদে পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের এ ঘর।
Leave a Reply