আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, ১৬ ঘন্টা পর সচল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩৩ কেভি উপকেন্দ্রের কন্ট্রোল প্যানেলে ওভার ভোল্টের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়ে শহরের মানুষ।

শুক্রবার রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কন্ট্রোল প্যানেলের কিছু সরজ্ঞামাদি পুড়ে যায়। এতে শহরে প্রায় ১৬ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে ।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। কিন্তু বিদ্যুৎ অফিস হওয়ায় পানির ব্যবহার করতে পারিনি। ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু এরমধ্যে বেশ কিছু সরঞ্জামাদি পুড়ে যায়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের আবাসিক প্রকৌশলী মোজাম্মেল হক খান জানান, ওভার ভোল্টের কারণে আগুন লেগে যায়। এরপর শহরে বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ হয়ে যায়। পার্শ্ববর্তী জেলা থেকে সরজ্ঞামাদি নিয়ে এসে সংযোগ ঠিক করার কাজ করা হয়। ১৬ ঘন্টা পর বেলা ৩ টার দিকে কালীগঞ্জ পৌরসভা, বারবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :