মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে এলাঙ্গী শাখা শিশুনিলয় ফাউন্ডেশনের কর্মসূচি সহায়ক তহবিল এর আওতায় অতি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শিশু নিলয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাছিমা বেগমের সভাপতিত্বে ও শাখার সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া। শিশুনিলয় ফাউন্ডেশনের উপ পরিচালক ইমামুল হোসেনের স্বাগত বক্তব্যর মধ্যদিয়ে মূল অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিশুনিলয় ফাউন্ডেশন পরিচালক জাহাঙ্গীর আলম, এলাঙ্গী মফেজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আব্বাস আরাম,এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন।
শিশুনিলয় ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহজামাল,কোটচাঁদপুর এরিয়া ম্যানেজার সবুজ হোসেন,এলাঙ্গী সমৃদ্ধি কর্মসূচীর সম্বন্ময় কারি বজলুর রশীদ,এলাঙ্গী সিনিয়র ব্যাঞ্জ ম্যানেজার জাহাঙ্গীর আলম,কোটচাঁদপুর ব্যাঞ্জ ম্যানেজার রাকিব হোসেন ও তৌহিদুল ইসলাম সহ শাখার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
সে সময় উপজেলার অতি দরিদ্র পরিবারের ১২ জন শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
Leave a Reply