মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলায়াতনে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, সহকারী কমিশনার(ভুমি) নিরুপমা রায়, মডেল থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাবদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম, সুব্রত কুমার,আব্দুল্লাহ বাশার, মঈন উদ্দিন, এস এম রায়হান উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইমাম পরিষদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সভায় শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে কর্মসুচি ও করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।।
Leave a Reply