সুচিত্রা রায়,স্টাফ রিপোর্টার:
সাভারের আশুলিয়ায় একটি ব্যক্তিমালিকানা কার্টুনের ও গার্মেন্টস এক্সেসরিজ গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
শনিবার (৬ আগস্ট) বিকেল ৪ টার দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকার একটি ব্যক্তি মালিকানা কার্টুনের ও গার্মেন্টস এক্সেসরিজ গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪ টার দিকে ওই গোডাউনে ধোয়ার কুন্ডলি ও আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারম্যান কাওসার বলেন, বিকেল ৪ টার দিকে মেসেজ পেয়েছি। টংগাবাড়ি গ্রীনলাইন কারখানার কার্টুনের গোডাউনে আগুন লেগেছে। মেসেজ পাওয়া মাত্র ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে বের হয়ে যায়। বর্তমানে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে কারখানায় আগুনের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায় নি। ঘটনাস্থলে সিনিয়ার স্টেশন অফিসার জহিরুল ইসলাম স্যার আছেন। তার সাথে কথা বললে বিস্তারিত জানা যাবে।
এব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের উৎপত্তি একটি ব্যক্তিমালিকানা গোডাউনে। সেখানে কার্টুন, হ্যাঙ্গার ও গার্মেন্টস এক্সেসরিজ মজুত ছিল। আমরা এখনও কোন তথ্য সংগ্রহ করতে পারি নি। আহুন নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত তথ্য জানা যাবে।।
Leave a Reply