আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে অটো চার্জার বাইক থেকে ছিটকে পড়ে নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো দু’জন। দুর্ঘটনাটি শুক্রবার(৫ আগস্ট) সন্ধায় পঞ্চগড় – রুহিয়া সড়কের বড়দাপ প্যারিস সিনেমা রোড এলাকার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় ঘটেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অটো চার্জার বাইকটি যাত্রী নিয়ে দ্রæত গতিতে এসে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো- চ- ১৪-৬৪৪)কে সাইড দিতে গিয়ে চার্জার বাইক থেকে নারী যাত্রী রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও রাধানগর প্রধান পাড়ার মোঃ দেলোয়ার হোসেনের স্ত্রী তিন সন্তানের জননী পারুল বেগম(৪০) ছিটকে পড়ে যায়। সঙ্গে সিমেন্ট ভর্তি পাওয়ার ট্রলি পারুলের উপর দিয়ে চড়ে যায়। এসময় অটো চার্জারের যাত্রী এক শিশু ও এক বৃদ্ধা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রæত ঘটনাস্থলে এসে দুর্ঘনায় আহতদেরকে উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত্যু ঘোষনা করেন এবং আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে প্রেরন করেন। এ দুর্ঘটনায় অটো চার্জার বাইকের চালকও সামান্য আহত হয়। সড়ক দুর্ঘটনায় পারুল বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ বলেন, থানা পুলিশ দুর্ঘনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।।
Leave a Reply