আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর বিক্ষোভকারীরা।

শনিবার (৬ আগস্ট) বিকাল ৩ দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলীতে শিশু মেলার সামনে বিক্ষুব্ধ জনতা জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এসময় রাস্তা দিয়ে একটি পুলিশের গাড়ি যাচ্ছিল। বিক্ষোভকারীরা পুলিশের গাড়িটি ঘিরে ধরে ভাঙচুর করেন।

এ বিষয়ে শেরে-বাংলা নগর থানার ডিইউটি অফিসার এসআই গৌতম রায় গণমাধ্যমকে জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে শ্যামলীতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তবে গাড়ি ভাঙচুরের খবর আমরা পাইনি।

শুক্রবার রাতে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসে। ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়। সরকারের এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় শুক্রবার রাত ১২টা থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :