স্টাফ রিপোর্টার।। জাতীয় শোকদিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বহুমুখী মানবকল্যাণ সংস্থার আয়োজনে রালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে সংস্থার একাডেমি মোড় কার্যালয় থেকে একটি শোকরালী বের করা হয়। রালিটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের চত্বরে এসে পৌছায়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বহুমুখী মানবকল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলার সভাপতি সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সংস্হার নির্বাহী পরিচালক সাংবাদিক বিপুল আশরাফ, সংস্হার কো অডিনেটর মনিরুজ্জামান সোহাগ ও সোহেল রানা।
Leave a Reply