মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গী সংগঠন জমায়াতুল মুজাহিদীন বাংলাদেশ ( জেএমবি) কর্তৃক দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসুচি পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে বুধবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসুচি পালন করা হয়। দিনটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্ত¡র সহ গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এহেন ন্যাক্কারজনক বোমা হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, মোঃ আব্দুল কুদ্দুশ, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী, মকলেছুর রহমান, মিজানুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান অপু, উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক সেলিম মোর্শেদ মানিক প্রমুখ। কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে কৃষক লীগ,জাতীয় শ্রমিক লীগ,যুব লীগ,ছাত্র লীগ সহ আরো আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আটোয়ারীতে হৃদরোগে মৌলভী শিক্ষকের মৃত্যু
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দাড়খোর (ডুংডুংগী) উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাহাঙ্গীর আলম তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র। পরিবার সুত্রে জানাগেছে, বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে তিনি গ্যাসজনিত রোগের ঔষধ সেবন করেন। এ ঔষধে কোন প্রকার উপকার না হওয়ায় স্থানীয় লোকজন তাকে সরকারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। পরিবারের লোকজন মটরসাইকেল যোগে আটোয়ারী হাসপাতাল নিয়ে আসার পথে রাস্তায় তিনি ঢলে পড়েন। তারপরও হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে তিনটায় বোধগাঁও দাখিল মাদরাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়-স্জন,বন্ধুবান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply