চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবার (বালিকা) কর্তৃক আয়োজিত এতিমদের ভালোবাসার আশ্রয়স্থল চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম- সেবা এঁর বদলিজনিত বিদায় উপলক্ষে সরকারি শিশু পরিবার (বালিকা) বিদায় সংবর্ধনার আয়োজন করেন। জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা গত ০৯.০৯.২০১৯ খ্রিঃ তারিখে চুয়াডাঙ্গা পুলিশ সুপার চুয়াডাঙ্গা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। প্রায় তিন বছর আপমর জনসাধারণের নিরবিচ্ছিন্ন সেবাদান করে চলছেন। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা হতে সিআইডি,ঢাকায় বদলীর আদেশপ্রাপ্ত হন। বদলীজনিত বিদায় উপলক্ষে বিদায়ী অতিথি পুলিশ সুপার মহোদয়কে সরকারি শিশু পরিবার (বালিকা) আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, আমি নিজেও এতিম। সময় পেলেই এতিমখানায় ছুটে আসি এতিম শিশুদের খোঁজখবর নিতে। আমাদের দেশে অনেক অনাথ এতিম শিশু পথেঘাটে অনাদর অবেহেলায় বেড়ে ওঠে। তাদের মনে এজন্য প্রচুর ক্ষোভ কাজ করে। সবাই খাবার পেলেও আমরা পাই না। সবাই পোশাক পেলেও আমরা পাই না।
এজন্য খুব সহজেই নিজেদের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে ফেলা খুব অস্বাভাবিক নয়। তাদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি মানসিকভাবে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে, যেন তাদের স্বাভাবিক মানসিক বিকাশ ব্যাহত না হয়। পথশিশুরা খুব সহজেই মাদকের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলে। মাদকের ভয়াল থাবা থেকে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে যেন তাদের ফিরিয়ে আনা যায়, সে ব্যবস্থা নিতে হবে।
আমাদের দেশে অনেক বিত্তবান মানুষ রয়েছেন। এসব মানুষের সহায়তায় তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য স্বল্পমেয়াদি অনানুষ্ঠানিক শিক্ষা প্রদানের পাশাপাশি বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে।
এতিমরা খুবই অসহায়। তারা আমাদেরই ভাইবোন। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো দেশের পক্ষে সামগ্রিক উন্নয়ন সাধন সম্ভব নয়। সর্বোপরি দুনিয়ার কল্যাণ ও আখেরাতে প্রিয় নবীজির সঙ্গে একত্রে জান্নাত লাভ করতে হলে আমাদের আশপাশের সব অসহায়, অনাথ, এতিম শিশুর প্রতি সাধ্য মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
Leave a Reply