আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতিথাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির উচ্চ আদালত। প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা ৮ বছর করায় ওচার অপসারণ চেয়ে দেশটির আদালতে বিরোধীদের দায়ের করা একটি পিটিশনের শুনানিতে এ সিদ্ধান্ত দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদের সীমার বিষয়ে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে সরকারি দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেছে আদালত।

আদালত বলেছে, বিরোধীদের করা আবেদনের গ্রহণযোগ্যতা থাকায় সর্বসম্মতভাবে সেটি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের পাঁচ সদস্যের বিচারিক প্যানেলের মধ্যে চারজনই প্রায়ুতের সরকারি দায়িত্ব পালন থেকে অব্যাহতির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। আদালত যুক্তি দিয়েছে ও-চা তার মেয়াদের সীমা অতিক্রম করেছেন এবং তার পদত্যাগ করা উচিত।
থাই মিডিয়ায় খবর ফাঁস হওয়ার পর এক বিবৃতিতে আদালতের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে আদালতের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে দেশটির প্রধান বিরোধীদলের করা আবেদনের বিষয়ে চূড়ান্ত রায় কবে ঘোষণা করা হবে সেটি পরিষ্কার নয়।
ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে কে তার দায়িত্ব পালন করবেন তা তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি। আইন অনুসারে, উপ-প্রধানমন্ত্রী প্রবিত ওংসুওয়ান অন্তর্র্বতীকালীন দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :