ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে বান্দরবান সীমান্তে দুটি মর্টার শেল পড়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে রাষ্ট্রদূতকে একটি মৌখিক নোট দেওয়া হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানান।
পররাষ্ট্র সচিব বলেন, ওদের (মিয়ানমার) রাষ্ট্রদূতকে আজ (সোমবার) আমরা ডেকেছি। তাকে একটা মৌখিক নোটের মাধ্যমে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। মাসুদ বিন মোমেন বলেন, যে ঘটনা ঘটেছে, সেটার ব্যাপারেও আমরা নিন্দা প্রকাশ করেছি।
উল্লেখ্য, গতকাল রবিবার বিকাল ৩টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের ঘুমধুম এলাকায় মিয়ানমার থেকে দুটি মর্টার শেল এসে পড়ে। পরে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী-বিজিবির বোমা বিশেষজ্ঞ টিম একটি মর্টারশেল ধ্বংস করে। আরেকটি মর্টারশেল আজ বিকালে ধ্বংস করার কথা রয়েছে।
Leave a Reply