আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাজিপুরে খোলা বাজারে (ও,এম,এস) চাউল বিক্রির শুভ উদ্বোধন করলেনঃ এমপি জয়

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।

সিরাজগঞ্জের কাজিপুর পৌর এলাকায় উপজেলা পরিষদের খোলা বাজারে (ও,এম,এস) চাউল বিক্রির উদ্বোধন করলেন সিরাজগঞ্জ ১সংসদ সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন, ডিলার রেহেনা পারভিন (বুলির) চাউল বিক্রয় কেন্দ্রে ৩০টাকা কেজি, মাথা পিচু ৫কেজি চাউল বিক্রির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি তানভীর শাকিল জয়।

উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আঃ হান্নান তালুকদার।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহ আলম মোল্লা, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সোবহান, খাদ্য গুদাম কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাবেক কমিশনার তাসির উদ্দিন তাসু।

পৌরসভার ৩টি ডিলারের মাধ্যমে সপ্তাহে ৫দিন করে ৩মাস এই কার্যক্রম চলবে, প্রত্যেক ডিলার প্রতিদিন ২টন চাউল ৪০০জনকে ৩০টাকা দরে বিক্রি করবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :