আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে যুক্তরাজ্যে ১০ দিনের রাষ্ট্রীয় শোক

অনলাইন ডেস্ক।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা যুক্তরাজ্য। ঘোষণা করা হয়েছে ১০ দিনের জাতীয় শোক। বাকিংহাম প্যালেসসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রাসাদের মূল ফটকের সামনে দ্বিতীয় এলিজাবেথকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছেন সাধারণ মানুষ। ফুল দিয়ে, মোমবাতি জ্বালিয়ে তারা জানাচ্ছেন দীর্ঘ সাত দশক মসনদে থাকা রানির প্রতি ভালোবাসা। গেটের বাইরে দাঁড়িয়ে অনেকেই গাইছেন জাতীয় সংগীত। এছাড়া স্কটল্যান্ডের বালমোরেল প্যালেসের বাইরে কঠোর নিরাপত্তা থাকলেও ছোট্ট পরিসরে জড়ো হচ্ছেন ব্রিটিশরা।

বৃহস্পতিবার বিকালে স্কটল্যান্ডের বালমোরেলে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সেসময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। মাত্র একদিন আগেই ওই প্রাসাদে নতুন প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসকে নিয়োগ দেন রানি।

ব্রিটেনের কয়েকটি প্রজন্ম রানি বলতেই দ্বিতীয় এলিজাবেথকে চিনেছেন। তিনি হয়ে উঠেছিলেন রানি শব্দের সমার্থক। দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের শাসনামলে ব্রিটেনের বহু পট-পরিবর্তন হয়েছে। রাজপরিবারের দাপুটে সময় থেকে তিনি দেখেছেন নাজুক অবস্থাও। এক অর্থে, তার প্রয়াণে শেষ হলো রাজপরিবারের এক বর্ণোজ্জ্বল অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :