মোংলায় লোকালয় থেকে অজগর উদ্ধার বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ের একটি মাছের ঘের থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালের দিকে মোংলা উপজেলার লাল খাঁ গ্রামের তরিকুল ইসলামের মাছের ঘের থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে দুপুর নাগাদ অজগরটিকে বনে অবমুক্ত করা হয়।
ঘের মালিক তরিকুল ইসলাম বলেন, মাছের ঘেরে অজগরটি দেখতে পেয়ে বন বিভাগ ও বাঘবন্ধু সদস্যদের খবর দেই। পরে সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদিরসহ বন রক্ষীরা এসে অজগরটি উদ্ধার করেন।
শাহজাহান মোক্তাদির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজগরটিকে উদ্ধার করা হয়েছে। পরে বৈদ্যমারি টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে সাপটি অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত অজগরটি সাত ফুট লম্বা এবং ওজন পাঁচ কেজি। সুন্দরবন ও লোকালয় একই সমতলে হওয়ায় খাবারের সন্ধানে সাপ প্রায়ই গ্রামে লোকালয়ে চলে আসে।
Leave a Reply