আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলংকা। ফাইনালে মঞ্চে ২৩ রানের সহজ জয় পায় লংকানরা। তবে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারে নেই চ্যাম্পিয়ন দলটির কোনো ক্রিকেটার।

ফাইনালে হাফসেঞ্চুরির দেখা পাওয়া পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। তিনি ৬ ম্যাচ খেলে ৫৬.২০ গড় ও ১১৭.৫৭ স্ট্রাইক রেটে ২৮১ রান করেছেন। পুরো আসরে এই ডানহাতি ৩টি ফিফটি করেছেন।

সর্বোচ্চ রানে রিজওয়ান, উইকেটে ভুবনেশ্বর
৫ ম্যাচে ২৭৬ করে দ্বিতীয়স্থানে আছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনি একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। শীর্ষ পাঁচে অন্য তিন ক্রিকেটার হলেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (১৯৬), শ্রীলংকার ভানুকা রাজাপাকসে (১৯১) ও পাথুম নিসাঙ্কা (১৭৩)।

এদিকে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। এই ডানহাতি ৫ ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে শ্রীলংকার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপর ৮ উইকেট করে শীর্ষ পাঁচে রয়েছেন পাকিস্তানের তিন বোলার মোহাম্মদ নওয়াজ, শাদাব খান ও হারিস রউফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :