স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলংকা। ফাইনালে মঞ্চে ২৩ রানের সহজ জয় পায় লংকানরা। তবে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারে নেই চ্যাম্পিয়ন দলটির কোনো ক্রিকেটার।
ফাইনালে হাফসেঞ্চুরির দেখা পাওয়া পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। তিনি ৬ ম্যাচ খেলে ৫৬.২০ গড় ও ১১৭.৫৭ স্ট্রাইক রেটে ২৮১ রান করেছেন। পুরো আসরে এই ডানহাতি ৩টি ফিফটি করেছেন।
সর্বোচ্চ রানে রিজওয়ান, উইকেটে ভুবনেশ্বর
৫ ম্যাচে ২৭৬ করে দ্বিতীয়স্থানে আছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনি একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। শীর্ষ পাঁচে অন্য তিন ক্রিকেটার হলেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (১৯৬), শ্রীলংকার ভানুকা রাজাপাকসে (১৯১) ও পাথুম নিসাঙ্কা (১৭৩)।
এদিকে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। এই ডানহাতি ৫ ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে শ্রীলংকার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপর ৮ উইকেট করে শীর্ষ পাঁচে রয়েছেন পাকিস্তানের তিন বোলার মোহাম্মদ নওয়াজ, শাদাব খান ও হারিস রউফ।
Leave a Reply