মোঃ আব্দুর রহমান অনিক।।
দামুড়হুদা থেকে বিদায় নিচ্ছেন জনপ্রিয় সহকারী কমিশনার (ভূমি)সুদীপ্ত কুমার সিংহ। তিনি গত ২০২০ সালের ২৮ ডিসেম্বর দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা পদে যোগ দেন।
পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে ।
পরবর্তীতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়, (সিনিয়র সহকারী কমিশনার) হিসেবে যোগদান করবেন ।
আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, উপজেলা রাজস্ব প্রশাসন ও উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় গ্রহণ করা হয়েছে ।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলা কর্মরত অবস্থায় সবার অন্তর জয় করে বিদায় নিচ্ছেন।
এসময় তিনি বলেন, অসাধারণ সময় পার করেছি গত ২০২১ সালের ২৫ এপ্রিল মাসে জীবননগর উপজেলায় মুনিম লিংকন স্যার, এখানে দিলারা রহমান, তাসলিমা আক্তার ও সানজিদা বেগম স্যারসহ ৪ জন ইউএনও স্যারের সাথে কাজ করে। খাসজমি উদ্ধার, অবৈধ বালু/মাটি উত্তোলন বন্ধ ,ভেজালবিরোধী অভিযান,মোবাইল কোর্ট পরিচালনা, উচ্ছেদ অভিযান, দেওয়ানী ও ফৌজদারি মামলার তদন্ত, সরকারি জমি উদ্ধার,মুজিববর্ষের গৃহহীন ও ভূমিহীনদের বাছাই ও গৃহ প্রদানসহ যেকোনো দূর্যোগে জনসাধারণের পাশে দাঁড়ানো ইত্যাদি কাজে আমাকে নিরবিচ্ছিন্ন সমর্থন ও অনুপ্রেরণা দেবার জন্য কৃতজ্ঞ। সৎ,সাহসী,স্বচ্ছ, ত্যাগী, পরিশ্রমী ও আন্তরিক অসাধারণ ভাল মানুষ এসকল দেশপ্রেমিক অফিসারদের কাছ থেকে পাওয়া শিক্ষা আজীবন মনে থাকবে।বর্তমান ইউএনও স্যারের সঙ্গ এবং ইতিবাচক দৃষ্টান্ত আমার জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে-নিভৃতচারে যা অনুকরণযোগ্য।
এই সুদীর্ঘ সময়ে শ্রদ্ধেয় সাবেক জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম সরকার ও বর্তমান জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম খান স্যারের মতো মানবিক ,ক্রীড়াবান্ধব ও সংস্কৃতিমনা অসাধারণ মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে। সুযোগ হয়েছে অত্যন্ত দক্ষ ও বড় মনের মানবিক মানুষ শ্রদ্ধেয় এডিসি জেনারেল জনাব সাজিয়া পারভীন স্যার, যার কাছে প্রতিনিয়ত শিখি, শ্রদ্ধেয় এডিসি রেভিনিউ শারমিন আক্তার স্যার যাকে দুর থেকে ভালোবাসি, শ্রদ্ধেয় সাবেক এডিএম আরাফাত স্যার,আরডিসি এবং জেলা প্রশাসন ,চুয়াডাঙ্গার সকল সিনিয়র, জুনিয়র সহকর্মীসহ অসাধারণ একটা টীমের সাথে। সিনিয়র সহকর্মীদের নির্দেশনা অনুযায়ী সবসময় নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করেছি।
কৃতজ্ঞতা মাননীয় সংসদ সদস্য , উপজেলা পরিষদ চেয়ারম্যান , উপজেলার সকল অফিসার , রাজনৈতিক নেতৃবৃন্দ ,ইউএনও অফিস ও আমার অফিসের সকল সহকর্মী , ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ , বীর মুক্তিযোদ্ধাবৃন্দ , সাংবাদিকগণ, শিক্ষক শিক্ষার্থী , ক্রীড়াংগনের সবাই, অফিসার্স ক্লাবের সকল সদস্য ,শিল্পকলা একাডেমির সকল সদস্য সহ দামুড়হুদার মানুষের প্রতি।
আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের সকল সহকর্মীর প্রতি যারা আমার নিত্য কাজের সঙ্গী ছিলেন ও আদেশ পাওয়া মাত্রই কাজে ঝাপিয়ে পড়তেন।
অনেকসময় আপনাদের সকল কাজ সম্পুর্ন করতে পারিনি; সেক্ষেত্রে কেন হলোনা তার সুস্পষ্ট কারণ ও পরবর্তীতে কি পদক্ষেপ নিতে পারেন সে ব্যাপারে পরামর্শ প্রদানের চেষ্টা করেছি।
দামুড়হুদা ও জীবননগর আমার অন্তরের অন্তঃস্থলে একটা সুখের স্মৃতি হয়ে থাকবে।আমি আপনাদের সকলের নিকট কৃতজ্ঞ।
নতুন যোগদানকৃত এসিল্যান্ড জনাব সজল কুমার দাস এর জন্য শুভকামনা রইলো।
Leave a Reply