মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়। মেসার্স হক ফার্মেসিকে জরিমানা ৫০,০০০/- টাকা।
আজ ১২ই সেপ্টেম্বর ২০২২ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক আলমডাংগা উপজেলার আসমানখালী বাজারে অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স হক ফার্মেসি, মালিক মোঃ আব্দুল মান্নান প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। সেই সাথে ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।
এসময় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স শিলু স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পন্য ও মেয়াদ মুল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে একই আইনের ৩৭ ও ৫১ ধারায় ২০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন আসমানখালী পুলিশ ক্যাম্পের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply