মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা ।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব নিলেন খাঁন মাসুম বিল্লাহ। আর কর্মস্থল ছেড়ে গেলেন দেলোয়ার হোসেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ দায়িত্বভার গ্রহন করেন তিনি।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, পদোন্নতি পেয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হয়েছেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন। তিনি আগেই অফিসিয়াল কার্যক্রম শেষ করলেও সকালে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ছেড়েছেন।
অন্যদিকে নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন খাঁন মাসুম বিল্লাহ। তিনি খুলনা কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
সকালে যোগদানের পর থেকে উপজেলায় কর্তব্যরত কর্মকর্তা,কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করেন তিনি।
Leave a Reply