চুয়াডাঙ্গায় জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন বেলগাছি ফুটবল মাঠে অদ্য ১৪.০৯.২০২২ খ্রিঃ বিকাল সাড়ে ৫ টায় জেলা স্কুল, মাদ্রসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, চুয়াডাঙ্গার উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা ফুটবলে সদর উপজেলার রোমেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয় দল, বালক ফুটবলে জীবননগর উপজেলার হাসাদহ মাধ্যমিক বিদ্যালয় দল, বালিকা কাবাডিতে সদর উপজেলার ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল, বালিকা হ্যান্ডবলে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ দল ও বালক হ্যান্ডবলে সদর উপজেলার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply