চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
দামুড়হুদায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় লামিয়া খাতুন(৮) নামে আট বছর বয়সী এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাপিতখালি গ্রামের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া একই এলাকার নাজমুল হোসেনের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে সহপাঠীদের সঙ্গে খেলা শেষে বাড়ি ফিরছিল লামিয়া। রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয় ব্যাটারিচালিত একটি অটোরিকশা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।
ওসি আরও জানান, ঘটনার পর অটোচালক পালিয়ে যাওয়ায় ধরা সম্ভব হয়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।।
Leave a Reply