শম্পা ঘোষ।।
সীমানার বাইরে আরেক সীমানা,
জীর্ণ পাতার মোক্ষ স্পর্শ করে না তাতে
মনে রয়ে যায় শুধু অমোঘ
আয়ুরেখা,
সমবয়সী দিনযাপনের
মেগা আয়োজনে ব্যস্ত
এপিটাফ-
হৃদয়ে প্রস্ফুটিত হয়েছে এইমাত্র ;
ইঙ্গিতবাহী যন্ত্রণায় ভেসে যায়
চারপাশের কায়িক ছায়া’রা ,
টুপটাপ বৃষ্টি ছুঁয়ে থাকে অখন্ড দ্রাঘিমা۔۔۔
কোথাও কোন নড়চড় নেই
সৃষ্টি ছাড়া মানুষের বেশে ফিরে আসি –
রক্তমাংসের সজ্জায় জ্ঞাত পরিসরে তখন ,
সন্ধ্যার কুহকে জাগে ধুপবাতির গন্ধ।।
Leave a Reply