অনলাইন ডেস্ক।।
কাতার বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। গতরাতে ঘানার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে তার পারফর্মেন্স মুগ্ধ করেছে সবাইকে। চোখধাঁধানো ড্রিবলিংয়ের পাশাপাশি রিচার্লিসনকে দিয়ে করিয়েছেন দুটি গোল। পিএসজির হয়ে এবারের মৌসুমটাও ভালো কাটছে নেইমারের। এখন পর্যন্ত ১১ ম্যাচে ১১ গোলের পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন। ঘানার বিপক্ষে ম্যাচ শেষে নেইমার জানিয়েছেন, ব্রাজিল দল নিয়ে তার ভাবনার কথা।
তিনি বলেন, ‘আমি অনুশীলনে সবাইকে বলেছি, সবাই আমাদের আক্রমণাত্বক রূপটা দেখতে চায়। কেউ পছন্দ করুক বা না করুক, আমাদের চার ফরোয়ার্ড ও পাকেতা আছে। সবাইকে বলেছি, এভাবে খেলতে চাইলে সবাইকে সংঘবদ্ধ হয়ে খেলতে হবে। একে অপরকে সাহায্য করতে হবে। দৌড়াতে হবে সবাইকে। আর সেটা হচ্ছে দেখে ভালো লাগছে। এই দলে কারও অহংকার নেই, এটা অহংকার ছাড়া দল, যেখানে সবার মধ্যে ভালো সম্প্রীতি আছে। যারা খেলছে এবং যারা বাইরে আছে, সবাই বন্ধু।’
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে দেওয়া সাক্ষাতকারে নেইমার জানিয়েছেন নিজের ফিটনেস এবং ভিনিসিয়ুসের সঙ্গে বন্ধুত্বের কথাও, ‘শারীরিকভাবে ভালো বোধ করছি। মাঠে আমার কখনোই কোনো সমস্যা ছিল না। ইনজুরিই ঝামেলা করেছে। আমি শতভাগ ফিট থাকলে এবং নিজের খেলাটা খেলতে পারলে, প্রতিপক্ষের জন্য কাজটা কঠিন হয়ে ওঠে। ভিনির সঙ্গে দারুণ সম্পর্ক আমার। চার ফরোয়ার্ডের বাইরে সে আমার বন্ধু। সে যেভাবে খেলছে, তাতে আমি ভীষণ খুশি। আমাদের বন্ধুত্ব দিন দিন আরও ভালো হচ্ছে।’
Leave a Reply