আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাফ নদ সাঁতরে বাংলাদেশে এলো মহিষের পাল

মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে মহিষের একটি পাল কক্সবাজারের টেকনাফে প্রবেশ করেছে। ছোট-বড় সব মিলিয়ে পালটিতে ১৯টি মহিষ রয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সীমান্ত দিয়ে মহিষের পালটিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখেন টহলরত বিজিবি সদস্যরা। এসময় স্থানীয়দের সহায়তায় মহিষের পালটিকে একত্রিত করা হয়।

রোববার (২৫ সেপ্টেম্বর) টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, মহিষগুলো মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে এপারে চলে এসেছে। পরে মহিষগুলো টেকনাফ শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে।’

এর আগে, ২০২১ সালের ২৯ জুন মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে বাংলাদেশে প্রবেশ করে দুটি হাতি। সেদিন পাঁচ ঘণ্টা চেষ্টার পর টেকনাফ জালিয়াপাড়া প্যারাবন থেকে হাতি দুটিকে বনাঞ্চলে ঢুকিয়ে দেয় বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :