আৰু সুফিয়ান।।
পাঁচ অক্ষরে একটি দুর্লভ শব্দ
ভাল মানুষ
খুঁজে খুঁজে ক্লান্ত কোথায় পাব তারে
বলে দাঁও হে মাটির পৃথিবী
মাটি দিয়ে যতন করে গড়েছো যারে
দৰ্শন কি পাবনা ইহ জনমে
অতঃপর খুঁজে পাই যারে
সভা সমাবেশ-সেমিনার সিম্পোজিয়ামে
ভাল মানুষের কাফন পরে
দেশ প্রেমের কথা বলে-দুঃখী মানুষের কথা বলে
সত্য সুন্দরের কথা বলে
অবশেষে
খুলে দেয় মুখোশ-অনুসন্ধানী দুটো চোখ হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করে
মাটির দেহখানা গড়েছে
হীরা মনি মুক্তা দিয়ে
ছিঃ -ছিঃ ছিঃ -আসুন সবাই
ওদের ঘৃনা করি-উগলে দেই একদলা থুথু
তাহলেই পাৰে শান্তি
সত্য সুন্দরের পথে পড়ে থাকা লাখো কোটি জনতা।
Leave a Reply