আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

যশোরে বাইক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত!

দৈনিক পদ্মা সংবাদ। visit for latest bangla news 24/7 www.padmasangbad.com

যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ আরও দুই আরোহী নিহত হয়েছেন। তারা সবাই কলেজছাত্র। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ ( ১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)। তারা সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহত সালমানের বাবা আলমগীর হোসেন বলেন, এক মোটরসাইকেলে তিন সহপাঠী ঝিকরগাছা থেকে ফিরছিল। পথে নতুনহাট স্টোন ইট ভাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দূরপাল্লার বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান ও আসিফ মারা যায়। সালমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

নিহত আরমানের ভাই শিমুল হোসেন জানান, ওরা পাঁচ বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে ঝিকরগাছা থেকে বাড়ি ফিরছিলো। বাকি দুই বন্ধুকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, তরুণরা দ্রুত গতিতে মোটরসাইকেল চালায়। আজকের দুর্ঘটনার কারণ দ্রুতগতিই হতে পারে। অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

এ বিষয়ে যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনকে হাইওয়ে পুলিশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সে মারা যায়। একজন ঘটনাস্থলে মারা গেছেন। অপর একজনকে যশোর জেনারেল হাসপাতালে আনলে সেও মারা যায়। তবে কিসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :