আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার ওসি(তদন্ত) মোঃ দুলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ জাহিদ হাসান,গিরাগাঁও ও বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডারদ্বয়, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: ইউসুফ আলী প্রমুখ। বক্তাগণ বলেন, অন্যান্য উপজেলার চেয়ে আমাদের আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে মাদক ব্যবসায়ীরা কিছুতেই নিয়স্ত্রনে আসছেনা। মাদকদ্রব্যের ব্যবহার রোধ কল্পে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থানে যেতে হবে। এছাড়া এলাকায় মেবাইল ফোনের মাধ্যমে জুঁয়া খেলার প্রবনতাও বৃদ্ধি পেয়েছে। কমিটির সভাপতি বলেন, সবাই আন্তরিকভাবে প্রশাসনকে সহযোগিতা করলে সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :