আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বনশ্রীতে ছয়তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

ফাহমিদা রহমান নন্দিনীর এই ছবি এখন শুধুই স্মৃতি ।

রাজধানীর রামপুরা বনশ্রীর একটি বাড়ির ছয় তলা ছাদ থেকে লাফিয়ে হামিদা রহমান নন্দিনী (৩০) নামের এক নারী আত্মহত্যা করেছেন।

বুধবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে বনশ্রীর সি ব্লকের ৭ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরিফউদ্দি বলেন, ওই নারী আগে পড়াশোনা করতেন। বর্তমানে বাসাতেই থাকতেন। কী কারণে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ফাহামিদা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পর্যন্ত লেখাপড়া করেন। তার বাবা চলতি বছরের জানুয়ারি মাসে মারা যাওয়ার পর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে। নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তার বাবা মৃত খলিলুর রহমান। বনশ্রীতে পরিবার নিয়ে থাকতেন।

মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :