নিজেস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের কেমতলী টেকনিক্যাল হাইস্কুল মাঠে নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ৩২ দলের সরাসরি অংশগ্রহনের মাধ্যমে সোমবার(২৫ জানুয়ারী) রাত ৮টা থেকে খেলা শুরু হয়। উদ্বোধনী ম্যাচ খেলেন কেমতলী আলোপাঠাগার ও নিমসার দল।
উক্ত খেলায় কেমতলী আলোপাঠাগার দল বিজয়ী হয়।সারারাত একের পর এক দলের খেলার পর মঙ্গলবার সকালে দুটি দল ফাইনালে উত্তির্ন হয়। কেমতলী আলো পাঠাগার ও জাঙ্গালিয়া একাদশ। উক্ত ফাইনালে কেমতলী আলো পাঠাগার জাঙ্গালিয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।রানার্স আপ হয় জাঙ্গালিয়া একাদশ।
Leave a Reply