আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় এক কোটি একত্রিশ লক্ষ টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি-৬

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক:চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রোববার দুপুরে বিজিবি ৬ ব্যাটালিয়নের প্রশিক্ষন মাঠে  জব্দ করা মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল ২৩ হাজার ৩৮৩ বোতল, মদ এক হাজার ৭৮৭ বোতল,গাঁজা ২৩১ কেশি ৯’শ কেজি, ইয়াবা ৯৯১ পিস, ইনজেকশন ২০০ পিস। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক কোটি একত্রিশ লক্ষ ৯৫০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটলিয়নের পরিচালক লে.কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গত ১৩ এপ্রিল ২০১৯ থেকে ৩১ মে ২০২০ তারিখ পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাপক জনসমাগম ও আনুষ্ঠানিকতা পরিহার করে শুধুমাত্র বিজিবি কর্মকর্তা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে যথাযথ স্থাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ধ্বংস করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :