আষাঢ় শ্রাবণ বৃষ্টি ঝরে কদম ফুলে ঘ্রাণ বৃষ্টিমাখা মধুর সুরে জুড়িয়ে যায় প্রাণ। বৃষ্টি পড়ে কদম ফুলে হাসে সবুজ বন বৃষ্টিমাখা শুভ্র হাসি নেচে চলে মন। বৃষ্টি ছোঁয়া কদম ফুলে পাপড়ি ছড়ায় রং রাশি রাশি মেঘের ছায়া আঁকে নতুন ঢং।