কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা কালীগঞ্জে ইরফান রাজা (রুকু) নামের এক ছাত্রলীগ কর্মিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে শহরের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন রহমানিয়া সুপার মার্কেটের সামনে। রুকু মধুগঞ্জ এলাকার মোবারক হোসেনের ছেলে। আহত রুকু ছাত্রলীগ কালীগঞ্জ পৌর শাখার কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মটর সাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে রুকুর ভগ্নিপতি আব্দুর রহিমকে সোমবার সকালে খয়েরতলা গ্রামের রুবেলের ছোট ভাই এমরান কিলঘুষি মারে। এরপর প্রতিবাদ হিসেবে দুপুরে রুকুর লোকজন রুবেলের দোকানের সামনে মহড়া দিতে যায়। এ সময় খবর পেয়ে রুবেল ৭/৮ টি মটর সাইকেলে লোকজন নিয়ে এসে রহমানিয়া সুপার মার্কেটের সামনে রুকুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। মারপিট ঘটনার খবর পেয়ে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ঘঁনাস্থল পরিদর্শন করেছেন।
কালীগঞ্জ থানার ওসি তদন্ত মতলেবুর রহমান জানান, রুকু নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তিনি নিজেও হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে। তবে এখনও কেউ অভিযোগ দিতে থানায় আসেননি।
Leave a Reply