মো: আব্দুর রশীদ:
আজকে তরুর বোনের বিয়ে
খুশি খুশি লাগছে,
জানিনা কেন পথের ধারে
অনেক ছেলে কাদছে।
অনেক অনেক লোক এসেছে
অনেক কিছু নিয়ে,
গেটে বসা চাচ্চুর কাছে
জমা দিচ্ছেন গিয়ে।
খাবার খেয়ে আত্মীয় স্বজন
টাকাও ফেলে যাচ্ছেন,
তরুর চাচা নামে নামে
হিসাব লিখে রাখছেন।
আম্মু ডাকে পাড়া- পরশির
চেয়ারে বসা জামাই,
মিষ্টি গালে ভরে দিয়ে
টাকা ফেলে পালাই।
রাত্রি বেলা তরুর বাবা
ফর্দো গুলো মেলাই,
খরচ- খরচা বাদ দিয়ে দেখে
কত হল কামাই।
সারা দিনের তরুর খুশি
কোথায় হারিয়ে যায়,
যারা তরুর পরম আত্মীয়
তারাই তো আসেনাই।
বাবা ডাকে আয়রে সোনা
খাবার খাবি আই,
তরু বলে তুমি খেয়ে নাও
আমার কাছে টাকা নায়।
Leave a Reply