আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রকৌশলী জয়

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর দোহিদ্র, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখ পাত্র, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, একাদিক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের কৃতি সন্তান সিরাজগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সহ সকল নেত্রী বৃন্দ।
শনিবার (১৫ আগস্ট) সকালে কাজিপুর উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত ,
১০ টায় একটি র‍্যালী বের হয়ে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তানভীর শাকিল জয় সহ সকল নেত্রী বৃন্দ।
জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তিনি সহ সকল নেত্রী বৃন্দ ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
পঁচাত্তরের ১৫ আগষ্ট শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, তাঁর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে কতিপয় বিপথগামী সেনা সদস্যদের বুলেটের নির্মম আঘাতে শহিদ হন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, তাঁর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য,

জাতীয় চার নেতা, জাতীয় চার নেতার অন্যতম জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী, এবং সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের
বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন,
সাংগঠনিক সমম্পাদক হান্নান তালুকদার, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক সম্পাদক আলী আসলাম, সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন।
স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমূখ।
পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, সহ প্রচার সম্পাদক শওকত আকবর।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার,
উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ, সহ সভাপতি বেলায়েত হোসেন শাওন,
সহ সভাপতি আসাদ শেখ সহ সকল নেত্রী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :