নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তদারকি কার্যক্রম:১৮ আগস্ট ২০২০ ইং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের সার্বিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালারহাট বাজার এবং ফুলবাড়ি বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় ভোক্তা অধিকার বিরোধী নানা অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৮,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়। সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং ফুলবাড়ি থানা পুলিশ, কুড়িগ্রাম। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
Leave a Reply