আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রশাসনকে তোয়ক্কা না করে নিষিদ্ধ ড্রেজারে বালু উত্তোলন ভরাট সরকারি পুকুর

নিজস্ব প্রতিবেদক।
আমিনুল ইসলাম (লিয়াকত) খান সরকারি পুকুর খাস ক্ষতিয়ান -১ প্রশাসনকে তোয়ক্কা না করে অবৈধভাবে ড্রেজার দিয়ে ভরাট করছে।
স্থানীয় ব্যক্তিগন মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য মনির হোসেন মিটুলকে অবহিত করলে তিনি তহসীলদার ফোন করেন, তহসীলদার বলেন অভিযোগের ভিত্তিতে ড্রেজার খুলে দিয়ে এসেছি আমরা কিন্তু আমার আসার পর আমিনুল ইসলাম লিয়াকত খান পূনরায় তা চালু করেন।
এই পুকুরে দৈনিক ৩০০-৪০০ জন মানুষ গোসল করবার জন্য ব্যবহার করেন,আশেপাশে ১ কিলোমিটার পর্যন্ত কোন পুকুর নেই।এমতাবস্থায় এলাকার মানুষ পরেছেন চরম দুর্ভোগে।প্রশাসনের হস্তক্ষেপ কামনার মাধ্যমে এই দুর্ভোগের অবসান হবে বলে আশাবাদী এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :