আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে ইউনিলিভার ডিপোতে চুরি: তিন চোর আটক, মোবাইল উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিলিভারের ডিপোতে চুরির ঘটনায় তিন চোরকে
গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি
হওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে যশোর কোতয়ালী এলাকা থেকে
তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, যশোর জেলার বজ্রাপুর এলাকার মৃত তহিদুল ইসলামের
ছেলে সাদ্দাম হোসেন (৩০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাবাজপুর
এলাকার অহিদুল ইসলামের ছেলে আরিফ হোসেন তুষার (২০) ও যশোর সদরের
বেজপাড়া এলাকার এজেমবারের মেয়ে নুরজাহান আক্তার রতœা (২০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিফাত ইমরান জানান, ঝিনাইদহ
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার স্যারের সার্বিক
তত্ত¡াবধানে ও কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া স্যারের
নির্দেশনায় মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে যশোরের কোতয়ালী থানা
এলাকা থেকে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি
হওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :