ইমতু-অথৈ জুটির ‘ভালোবাসার প্রথম দিন’

মোঃ ইমরান নাজিরঃ মেহরাব জাহিদের গল্পে আনিসুর রহমান নির্মাণ করেছেন নাটক ‘ভালোবাসার প্রথম দিন’। নাটকটিতে রফাত চরিত্রে ইমতু রাশিত এবং রুপা চরিত্রে অভিনয় করেছেন সামিয়া অথৈ।
সম্প্রতি নাটকটির শুটিং ও সম্পাদনার কাজ সম্পন্ন হয়েছে।
পরিচালক আনিসুর রহমান বলেন, এতে ইমতু ও অথৈ বেশ ভালোভাবেই নিজেদের মেলে ধরেছেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা ছিল আমার।
গল্প প্রসঙ্গে তিনি বলেন, পারিবারিকভাবে বিয়ে হয় রফাত ও রুপা।
কিন্তু স্বামী হিসেবে রফাতকে কিছুতেই মানতে পারেন না রুপা। কারণ রুপার মনে বাস করছেন অন্য কেউ।
এনিয়ে তাদের দুজনের মধ্যে নানা ধরণের ঝামেলা তৈরি হয়। এরপর রফাত ভালোবাসা দিয়ে রুপাকে জয় করার চ্যালেঞ্জ নেন।
নাটকটি প্রসঙ্গে ইমতু বলেন, এক কথায় অসাধারণ একটি ভালোবাসার গল্প ফুটিয়ে তুলেছেন নির্মাতা। আমরা নিজেদের সর্বচ্চো দিয়েই চরিত্রে ডুব দিয়েছিলাম। নিজের কাজের উপর বিশ্বাস রেখে বলতে পারি নাটকটি সবার ভালা লাগবে।
আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) রাত ৯টায় বেসরকারি টেলিভিশন নাগরিকে ‘ভালোবাসার প্রথম দিন’ নাটকটি প্রচার হবে।