ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় নারী ও দালাল সহ ৮ জন জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। শুক্রবার রাতে অনন্তপুর এলাকা থেকে আটক করা হয়।৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম খান এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানান, অনন্তপুর গ্রামের হাসানের বাড়ির এলাকা থেকে অবৈধ ভাবে ভারতে যাবার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ কিছলু মিয়া (৩৪), মোছাঃ সেলিনা খাতুন (২৭), মোঃ ফারুক (২২), মোছাঃ শিল্পি খাতুন (২২), এদের সকলের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে। অপরদিকে আটককৃত ব্যক্তিদের দেয়া তথ্য অনুযায়ী তাদেরকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনে সহায়তা করার অপরাধে দালাল মোঃ রাজিব মিয়া (২২),মোঃ মিন্টু মিয়া (২৫), মোঃ হাসান আলী (৩০), কে বিজিবি আটক করেছে। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামে নামে স্থানীয় মহেশপুর থানায় পলাতক আসামী হিসেবে মামলা দায়ের করা হয়েছে।আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেছে মামলা নম্বর-২৮।
Leave a Reply